তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজি, মৃত্যু হল এক কিশোর সহ দুই গ্রামবাসীর

শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে এবার উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের কেশপুর। বৃহস্পতিবার গভীর রাত থেকেই কেশপুরে শুরু হয় ব্যপক বোমাবাজি। বেশ কয়েক রাউন্ড গুলিও চলেছে বলে অভিযোগ। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কেশপুরের দামোদরচক এলাকা। বোমার আঘাতে এক কিশোর সহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালেও এলাকা থমথমে, চলছে পুলিশের টহলদারি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাত থেকেই উত্তেজনা চড়তে থাকে কেশপুরের দামোদরচক এলাকা। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এরপরই মুড়িমুড়কির মতো বোমা পড়তে থাকে দামোদরচক এলাকায়।
বোমাবাজির মধ্যে পড়ে যায় পনেরো বছরের এক কিশোর, বোমার ঘায়ে মারাত্মক জখম হয়ে তাঁর মৃত্যু হয়েছে। ওই কিশোরের নাম শেখ আজাহার আলি। পাশাপাশি নাসিম শেখ (৩৮) নামে এক যুবকেরও মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। অভিযোগ পুলিশের সামনেও বোমাবাজি হয়েছে। ফলে শাসকদলের গোষ্ঠীকোন্দলের মধ্যে পড়ে দুজন নিরীহের মৃত্যুর জন্য ফুঁসছে এলাকার মানুষজন। তবে গোষ্ঠী কোন্দোলের কথা অস্বীকার করেছে তৃণমূলের কেশপুরে ব্লক সভাপতি। তাঁর সাফাই জমিজমা নিয়ে পারিবারিক বিবাদের জেরেই এই অশান্তি হয়েছে। শুক্রবারও এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم