প্রসুন গুপ্ত
লোকসভা ভোটে কোচবিহার হাতছাড়া হয়েছে তৃণমূলের, ফলে জেলা সভাপতিও বদল হয়েছে। পদ হারিয়ে রবীন্দ্রনাথ ঘোষ আজ শুধুই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। রয়েছেন তাঁর বিধানসভা কেন্দ্র নিয়েই। একেবারে গোড়ার দিনের তৃণমূল কর্মী এবং ‘দিদি’-র আস্থাভাজন হিসেবেই পরিচিত রবীন্দ্রনাথ ঘোষ। শোনা যায় একসময় তাঁর দাপটে কোনঠাসা ছিল কোচবিহারের বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্ব। কিন্তু কোচবিহার জেলায় ক্রমাগত গোষ্ঠীদ্বন্দ্বের জেরে জেরবার হয়েছে শাসকদল। একসময় তৃণমূল যুবর দায়িত্ব পাওয়া নিশিথ প্রামাণিককের সঙ্গে দ্বন্দ্ব লাগে রবীন্দ্রনাথের, ক্ষমতা কমে তাঁর। যদিও নিশীথ তৃণমূল ছেড়ে বিজেপিতে যান এবং লোকসভায় জয়ী হন। যার দায় বর্তায় রবীন্দ্রনাথের উপর। আজ কোচবিহারের দায়িত্বে তাঁরই একসময়ের শিষ্য পার্থপ্রতিম রায়। কোথাও কি হতাশা গ্রাস করেছে মমতার কাছের মানুষ রবীন্দ্রনাথ ঘোষকে? সোশাল মিডিয়ায় তাঁর একটি ছবি শেয়ার করায় বাড়ছে জল্পনা। সোশাল মিডিয়ায় নিয়মিত রাজনৈতিক পোস্ট করা রবীন্দ্রনাথ আজ শেয়ার করছেন একান্ত ঘরোয়া ছবি, নাতি-নাতনিদের নিয়ে অবসরের ছবি। তবে তিনি কি কোচবিহারের বাঘ থেকে বাড়ির স্নেহময় দাদু হতে চাইছেন? উত্তর অজানা।
ছবি রবীন্দ্রনাথ ঘোষের ফেসবুক পেজ থেকে সংগৃহীত
إرسال تعليق
Thank You for your important feedback