কঙ্গনা রানাউতকে কেন্দ্রের ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা দেওয়ায় তোপ দাগলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি কঙ্গনাকে নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। সোমবার রাতেই মহুমা মৈত্র টুইট করে প্রশ্ন তুললেন, ‘টুইট করে সময় কাটানো বলিউড তারকাকে এমন খরচসাপেক্ষ নিরাপত্তা দেওয়া হচ্ছে কেন? এই অহেতুক অর্থের অপচয় করা কি সঠিক?’ সোমবার থেকে কঙ্গনার ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে উত্তাল সোশাল মিডিয়া। খোদ বিজেপির অভ্যন্তরেও এ নিয়ে প্রশ্ন উঠেছে বলে শোনা যাচ্ছে। উল্লেখ্য, মহারাষ্ট্রকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে শিবসেনা নেতার বিরাগভাজন হয়েছেন কঙ্গনা। মহারাষ্ট্র বিজেপি এ ধরনের মন্তব্য কঙ্গনার একান্ত অভিমত বলে পাশ কাটিয়েছে। এবার তৃণমূল সাংসদও মুখ খুললেন কঙ্গনার বিরুদ্ধে। কঙ্গনা অভিনয়ের থেকে সোশাল মিডিয়াতেই বেশি সময় কাটান বলে খোঁচাও দিয়েছেন মহুয়া।
Why are Bollywood twitterati getting Y+ security when India has a police to population ratio of 138 per lakh & ranks 5th lowest globally among 71 countries?— Mahua Moitra (@MahuaMoitra) September 7, 2020
No better use of resources, Mister Home Minister?
পাশাপাশি মহুয়া টুইটে লিখছেন ‘ভারতে প্রতি এক লক্ষ জনসংখ্যার মধ্যে ১৩৮ জন মাত্র পুলিশ রয়েছে, যা দেশবাসীকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে নীচের দিক থেকে পঞ্চম’। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মহুয়ার প্রশ্ন, ‘এই খরচের চেয়ে ভালো কোনও কাজে কি সরকারি অর্থ ব্যবহার করা যেত না?’ ফলে মুচকি হেসেছে বিশেষজ্ঞ মহল। তাঁরা মনে করে মহারাষ্ট্র সরকারকে চাপ দিতে কঙ্গনা এখন মহাভারতের শিখন্ডি। উল্লেখ্য, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর পর থেকেই বলিউড ও রাজনীতির একের পর এক মহারথীর বিরুদ্ধে তোপ দেগে খবরের শিরোনামে এসেছেন কঙ্গনা রানাউত। মুম্বই পুলিশের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন একসময়। তারপর মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি জোট সরকারের সমালোচনাও করেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা। বাদানুবাদে জড়ান শিবসেনা নেতা সঞ্জয় রাউথের সঙ্গে। এবার সূত্রের খবর, শিবসেনার তরফে মুম্বইয়ের থানে পুলিশ স্টেশনে কঙ্গনার বিরুদ্ধে ‘দেশদ্রোহীতা’-র অভিযোগ দায়ের করেছে। এবার তাঁরা আদালতেও যেতে পারে বলে খবর।
إرسال تعليق
Thank You for your important feedback