সোশাল মিডিয়ার প্ল্যাটফর্ম এখন রাজনৈতিক প্রচারের অন্যতম শক্তিশালী মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ফেসবুক। কিন্তু ফেসবুকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছিলেন দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। এই আবহেই এবার ফেসবুকের সিইও মার্ক জুকেরবার্গকে চিঠি লিখলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা অন্যতম মুখপাত্র ডেরেক ওব্রায়েন। ওই চিঠিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে নির্বাচন হতে কয়েক মাস বাকি। এই সময়ে বাংলায় বহু ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে। এর পেছনে ফেসবুকের সঙ্গে বিজেপির যোগসূত্র থাকতে পারে।
পাশাপাশি অভিযোগ করা হয়েছে, নেতা ও সমর্থকদের ফেসবুকে পোস্টের রিচ কমিয়ে দেওয়া হচ্ছে। এমনকি গত ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের ভার্চুয়াল সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ নিয়ে বহু তৃণমূল নেতার পোস্টের রিচ কমিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ তোলা হয়েছে ফেসবুকের বিরুদ্ধে। ডেরেক দাবি করেছেন, ভারতে ফেসবুকের দায়িত্বে থাকা আধিকারিকদের ভূমিকা খতিয়ে দেখা হোক।উল্লেখ্য, এর আগেও এই ধরনের অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। ২০১৪ ও ২০১৯ সালের দুটি লোকসভা নির্বাচনের সময় ফেসবুকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্যের শাসকদল। এমনকী পরবর্তী সময় ২০১৯ সালে সাংসদের বাজেট অধিবেশনেও এই প্রসঙ্গ তুলেছিল তৃণমূল। এবার সরাসরি ফেসবুকের প্রধানকেই চিঠি দিলেন ডেরেক ওব্রায়েন।
إرسال تعليق
Thank You for your important feedback