বাঁহাতি পেসার হ্যারি গার্নের বদলি হিসেবে কলকাতা নাইট রাইডার্স দলে নিল আমেরিকার ফাস্ট বোলার আলি খানকে। ইংল্যান্ডের হ্যারি গার্নেকে কাঁধের চোটে আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে। তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা। তাঁর জায়গায় ২৯ বছরের আলিকে আইপিএলে বেছে নিয়েছে কেকেআর। সম্পু্রতি শেষ হওয়া সিপিএলে আলি আট ম্যাচে আট উইকেট নিয়েছেন। তাঁর বলের গতি ১৪০ কিলোমিটার। আলি টিম ত্রিনবাগো নাইট রাইডার্স এই নিয়ে চতুর্থবার সিপিএল জিতেছে। প্লেনের ভিতরে ডোয়ানে ব্রাভোর সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন। লিখেছেন, নেক্সট স্টপ দুবাই। আলিই প্রথম আমেরিকার ক্রিকেটার যিনি আইপিএলে খেলবেন।
إرسال تعليق
Thank You for your important feedback