১ নভেম্বর করোনার টিকা বিলি করার জন্য তৈরি থাকতে আমেরিকার রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্টের নির্বাচন। বাজারে টিকা এলে করোনার ডালাসের হোলসেলার ম্যাককেসন কর্পোরেশন আমেরিকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে টিকা বন্টন কেন্দ্র তৈরির জন্য চুক্তি করতে চাইছে। সে ব্যাপারে রাজ্যগুলিকে সেন্টার ফর ডিজিসেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ডিরেকটর রবার্ট রেডফিল্ড চিঠি পাঠিয়ে তাড়াতাড়ি অনুমোদন নিশ্চিত করতে বলেছেন। তিনি ১ নভেম্বরের মধ্যে টিকা বন্টনের বিষয়টি চূড়ান্ত করতে বলেছেন। টিকা দেওয়ার ক্ষেত্রে জরুরি কাজে যুক্ত কর্মীদের, নিরাপত্তা অফিসারদের, বয়স্ক নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে। অ্যাস্ট্রাজেনেকা,মজার্না, ফাইজার বায়োটেকের টিকার তৃতীয় পর্যায়ের কাজ চলছে। তবে সেগুলির কীফল হবে তানিয়ে কেউই এখনও নিশ্চিত নন।
إرسال تعليق
Thank You for your important feedback