গতকাল ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। গতকাল থেকেই অভিনন্দনের বন্যা বয়ে যায় প্রধানমন্ত্রীর সোশাল মিডিয়ার দেওয়ালে। প্রধানমন্ত্রীও ধন্যবাদ জানিয়ে প্রত্যেক সেলেবকে উত্তর দিয়েছেন। গতকালই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিও। পাল্টা উত্তরে মোদিও শুভেচ্ছা জানালেন বিরাটকে। স্ত্রী অনুস্কা শর্মাকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি মোদি। কারণ তিনি জানেন বিরাট বাবা হতে চলেছেন। তাই টুইট করে বিরুষ্কাকে অভিনন্দিত করলেন। টুইটে তিনি লেখেন, ‘অসাধারণ’ বাবা মা হতে চলেছে বিরাট-অনুস্কা। পাশাপাশি বিতর্কিত নায়িকা কঙ্গনা রানাউতকে নিয়ে একটি শব্দও খরচ করেননি নরেন্দ্র মোদি।
Thank you @imVkohli! I would also like to congratulate @AnushkaSharma and you. I am sure you will be amazing parents! https://t.co/6IsTEGOhAS
— Narendra Modi (@narendramodi) September 17, 2020
إرسال تعليق
Thank You for your important feedback