মধ্যপ্রাচ্যের মাঠের পিচ সবসময়ে স্পিন বোলিংয়ের সহায়ক হয়। কারণ গ্রীষ্মপ্রধান দেশ, শুষ্ক আবহাওয়া এবং কম খেলার জন্য দুবাই, শারজা, আবু ধাবির মাঠের পিচ ঝুরঝুরে থাকে। এ কারণে ব্যাটসম্যানরা খুব সমস্যায় পড়েন, সুবিধা পান স্পিনাররা। কিন্তু BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবার সম্পূর্ণ বদলে দিচ্ছেন IPL এর পিচ। এখন থেকে রোজ জল ঢালা হবে, তারপর রোলিং। এতে বল বাউন্স করবে এবং সুবিধা পাবেন ব্যাটসম্যানরা। সুবিধা পাবেন পেস বোলাররাও। বিভিন্ন দলের স্পিনাররা ফিঙ্গার স্পিন করলে সুবিধা। নতুবা কুড়ি ওভারের খেলায় স্পিনাররা পড়বেন সমস্যায়।
إرسال تعليق
Thank You for your important feedback