রাজ্যপালকে ৯ পাতার চিঠি মমতার, পাল্টা টুইট রাজ্যপালের

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্প্রতি রাজ্য পুলিশের ডিজি-র জবাব তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেই চিঠির জবাবও দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। কিন্তু এরপরও একের পর এক টুইটে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তোপ দেগেছেন রাজ্যপাল। বুঝিয়ে দিয়েছেন তিনি একেবারেই খুশি নন। এবার রাজ্যপালকে চিঠি দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক-দুই পাতার চিঠি নয়, দীর্ঘ ৯ পাতার একটি চিঠি নবান্ন থেকে গিয়েছে রাজভবনে। সূত্রের খবর, অত্যন্ত কড়া ভাষায় মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন রাজ্যপালের ভূমিকা। ওই চিঠিতে তিনি বলেছেন, রাজ্যপালের অভিযোগ ভিত্তিহীন। ডিজি–কে দেওয়া তাঁর চিঠির ভাষা অত্যন্ত বেদনাদায়ক ও হতাশাব্যঞ্জক। আমি এতে ক্ষুব্ধ। রাজ্যপালের ক্ষমতা ব্রিটেনের রাজার সমান। এমনকি এই দাবির সপক্ষে তিনি সংবিধানের ১৬৭ নম্বর অনুচ্ছেদের একটি উদ্ধৃতিও উল্লেখ করেছেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
তিনি রাজ্যপালকে এটাও মনে করিয়ে দিয়েছেন, রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা মনোনীত আর মুখ্যমন্ত্রী জনগণের দ্বারা নির্বাচিত হন। রাজ্যের দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করার কোনও অধিকার রাজ্যপালের নেই। মুখ্যমন্ত্রীর চিঠি হাতে পেয়েই টুইটে মুখ খুলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শনিবার রাতেই টুইট করে রাজ্যপাল ধনখড় বলেছেন, ‘তিন বার অনুরোধের পরেও ডিজি আসেননি, তিনি তাঁর কাজের ব্যাখ্যা দিতে চান না। বরং, তাঁর হয়ে মুখ্যমন্ত্রী চিঠি লিখছেন!’ পাশাপাশি রাজ্যপালের তোপ, ‘সাংবিধানিকতা এমন আচরণের কথাই বলে? মুখ্যমন্ত্রী সঠিক পরামর্শ পাচ্ছেন তো?’ মুখ্যমন্ত্রীর চিঠির জবাবও তিনি দেবেন বলে জানিয়ে রেখেছেন রাজ্যপাল। রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত, রাজভবন-নবান্ন সংঘাতের জল অনেক দূর গড়াবে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم