কঙ্গনা রানাউতকে নিয়ে বলিউড এখন আড়াআড়িভাবে বিভক্ত। কেউ কুইনকে সাপোর্ট করছেন কেউ বা তাঁর বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। এবার সেই বিরুদ্ধ তালিকায় যোগ দিয়েছেন উর্মিলা মাতর্ন্ডকর। কঙ্গনা যদি বলিউডে ড্রাগের ব্যবহার নিয়ে যুদ্ধে নামতে চান তবে তা তাঁর নিজের জন্মস্থান হিমাচল প্রদেশ দিয়েই যেন শুরু করেন, বলেছেন রঙ্গীলা অভিনেত্রী। কঙ্গনার কাছে যদি বলিউডে ড্রাগ যোগ নিয়ে তথ্যই ছিল তো সেটা তিনি আগে পুলিশকে জানাননি কেন প্রশ্ন করেছেন অভিনেত্রী। কঙ্গনার বিশেষ নিরাপত্তা পাওয়া নিয়েও খোঁচা দিয়েছেন তিনি। উর্মিলা নিজেকে মুম্বইয়ের কন্যা অভিহিত করে বলেছেন এই শহরকে অপমান করা মানে গোটা রাজ্যকে অপমান করা।
মুম্বইয়ের প্রতি এই অবমাননাসূচক মন্তব্য তিনি মেনে নেবেন না বলেছেন উর্মিলা। অন্যদিকে কঙ্গনার মুম্বইয়ের অফিস বিএমসি ভেঙে দেওয়ার পর তিনি ৯ তারিখ মুম্বই ফিরে আবার মানালি চলে যান ১৪ তারিখ। যেভাবে তাঁর অফিস গুঁড়িয়ে দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে তিনি বিএমসির কাছ থেকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। মঙ্গলবার জয়া বচ্চনকে সমালোচনার পর বুধবার ফের টুইট হ্যান্ডেলের মাধ্যমে তিনি আক্রমণ করেছেন মুম্বই সিনেমা জগৎকে। তিনি লিখেছেন, শো বিজনেস (সিনেমা) একদম নেশার মতো। যারা লাইট, ক্যামেরা, ইত্যাদির সাথে যুক্ত, তারা এর প্রকৃত রূপ দেখতে পাচ্ছে না। এটা মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করছে। প্রকারান্তে তিনি বলতে চেয়েছেন যে, এই জগৎ খুবই খারাপ। প্রসঙ্গত বলিউডকে তিনি মুভি মাফিয়াদের অন্যতম স্থান বলেছেন এবং এদের মধ্যে একাংশ মাদকের সাথে যুক্ত।
إرسال تعليق
Thank You for your important feedback