আমফানের ঝড়ে প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছিল ঘরের পাশেই কদম গাছটি। ঘরের চালের ওপর প্রায় ঝুঁকে পড়েছিল গাছটি। সেই গাছটিই শনিবার রাতে ভেঙে পড়ল ঘরের ওপর। আর ঘুমন্ত অবস্থাতেই বেঘোরে প্রাণ গেল এক গৃহবধুর। ঘটনাটি হুগলি চুঁচুড়ার পৌরসভার ২৮ নং ওয়ার্ড কনকশালী বোসের ঘাট এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম বিজলি দাস (৪৫)। রবিবার ভোরের দিকেই ওই কদম গাছটি টালির ঘরের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় ওই ঘরে ঘুমোচ্ছিলেন বিজলিদেবী। তাতেই চাপা পড়ে মৃত্যু হয়েছে বলে দাবি এলাকাবাসীর।
পরিবারের দাবি, ওই একই ঘরে ঘুমিয়ে ছিলেন বিজলি দেবীর স্বামী ও ছেলে। তাঁরাও আহত হয়েছেন। প্রতিবেশীরাই তাঁদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান। চিকিংসকরা বিজলিদেবীকে মৃত বলে ঘোষনা করেন। আহত মৃতার ছেলের অভিযোগ, তাঁরা স্থানীয় প্রশাসনকে বারবার আবেদন করেছিলেন গাছটি সরিয়ে ফেলার জন্য। কিন্তু পুরসভা গাছটি কাটেনি। অপরদিকে রবিবার সকালে চুঁচুড়া পুরসভার প্রতিনিধিরা ঘটনাস্থলে আসেন। তাঁদের দাবি, গাছটির বিপদজনক ডালপালা কাটা হয়েছিল। কিন্তু মূল কাণ্ডটি অক্ষত থাকায় সেটা কাটা হয়নি। এবার সেটাই ভেঙে গিয়ে মৃত্যু হল ওই গৃহবধুর। ফলে এলাকায় জমেছে ক্ষোভ।
إرسال تعليق
Thank You for your important feedback