বলিউডের কালজয়ী সিনেমা ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’। ২৫ বছর হয়ে গেল তবুও শাহরুখ-কাজল জুটির এই সিনেমা আজও ভীষণভাবে জনপ্রিয় সিনেমাপ্রেমীদের মধ্যে। এবার রজতজয়ন্তী বর্ষে এই সিনেমার মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। লন্ডনের লেস্টার স্কোয়ারে বসছে শাহরুখ-কাজলের ব্রোঞ্জ মূর্তি। এখানেই শ্যুটিং হয়েছিল এই কালজয়ী সিনেমার। উল্লেখ্য, ১৯৯৫ সালের ২০ অক্টোবর অর্থাৎ আজকের দিনেই রিলিজ করেছিল ডিডিএলজে। আর শুরু থেকেই যশরাজ ফিল্মসের এই ছবি ভেঙেছে একের পর এক রেকর্ড। মুম্বইয়ের মারাঠা মন্দির সিনেমা হলে এই সিনেমা একটানা ১৫ বছর ধরে চলেছে। যা এক অনন্য রেকর্ড। হার্ট অফ লন্ডন বিজনেস অ্যালায়েন্স নামে এক সংস্থাই লন্ডনের প্রাণকেন্দ্রে শাহরুখ-কাজলের ব্রোঞ্জ মূর্তি বসানোর উদ্যোগ নিয়েছিল। এই সংস্থার মার্কেটিং ডিরেক্টর মার্ক উইলিয়ামস বলেছেন, ‘এটা দুর্দান্ত লাগছে যে, এখানে শাহরুখ খান ও কাজলের মূর্তি রাখতে পারছি’। তিনি আরও বলেন, আশা করছি ভারত সহ এশিয়ার পর্যটকদের কাছে এই মূর্তি অন্যতম দর্শনীয় স্থান হতে চলেছে। একটি বিষয় পরিষ্কার বড় পর্দায় রাজ-সিমরনের নিখাদ প্রেমের গল্পে আজও মজে সিনেমাপ্রেমীরা।
إرسال تعليق
Thank You for your important feedback