তিনমাসের কন্যাসন্তানকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার গোসাবা থানার মথুরাখন্ড গ্রামে। অভিযুক্ত মা পূরবী পাত্রকে গ্রেফতার করেছে গোসাবা থানার পুলিশ। একে কন্যাসন্তান, তার ওপর কালো। পূরবীর দ্বিতীয় সন্তান মেয়ে হতেই একরত্তিকে দেখাশোনা করতো না সে। এমনকি তিনমাসের দুধের শিশুটিকে সে মারধোরও করেছে বলে অভিযোগ পরিবারের। এরআগে একবার শিশুটিকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে পূরবী।
যদিও বড় মেয়ের গায়ের রঙ ফরসা হওয়ায় তাঁকে নিয়েই থাকতো বলে দাবি তাঁদের। পূরবীর স্বামী জিতেন পাত্র ও শাশুড়ি গীতাদেবী এ নিয়ে বেশ কয়েকবার সাবধানও করেছিল তাঁকে। কিন্তু তবুও ছোট মেয়ের প্রতি কোনও ভালোবাসা জন্মায়নি পূরবীর। বৃহস্পতিবার সকালে বড় মেয়ে ছয় বছরের অঙ্কিতার সামনেই বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে শিশুটিকে খুন করে পূরবী। সেসময় জিতেন ও গীতা নদীতে মাছ ধরতে গিয়েছিল। বেলায় তাঁরা বাড়ি ফিরলে দুধের শিশুকে মৃত অবস্থায় পায়। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে চেয়েছিল সে। কিন্তু বাবা ও ঠাকুমা বাড়ি ফিরলে অঙ্কিতা ঘটনার কথা জানিয়ে দেয় তাঁদের। মুহূর্তেই গ্রামে জানাজানি হয়ে যায় মায়ের হাতে শিশুকন্যা খুনের কথা। গ্রামবাসীরাই গোসাবা থানায় খবর দিলে পুলিশ এসে শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পাশাপাশি গ্রেফতার করা হয় পূরবীকে। স্ত্রীর বিরুদ্ধে গোসাবা থানায় অভিযোগ দায়ের করেন জিতেন। গোটা ঘটনায় হতবাক এলাকাবাসী।
إرسال تعليق
Thank You for your important feedback