৮৩০ কেজির কুমড়ো! দেখেই চোখ ছানাবড়া বিচারকদের

 

আমেরিকার ইউটার লেহি শহরে প্রতিবারের মতো এবারও আয়োজন করা হয়েছিল কুমড়ো প্রতিযোগিতা। প্রতিবছরই সেখানে কুমড়ো প্রতিযোগিতা হয়। শুধুমাত্র কুমড়োর আকার দেখা হয় না। কুমড়োর গুণগত মানও বিচার করেন বিচারকরা। তবে চলতি বছর এই প্রতিযোগিতায় আসা একটি কুমড়ো দেখে রীতিমতো চোখ ছানাবড়া হল বিচারকদের। আর সোশাল মিডিয়ায় এই কুমড়োর ছবি দেখে হাঁ হয়ে যাচ্ছেন নেটিজেনরা। কেন? কারণ ওই কুমড়োর ওজন ৮৩০ কেজি।

হ্যাঁ ঠিকই পড়ছেন, ৮৩০ কেজির এই বিশাল কুমড়ো নিয়ে এসেছিলেন মহম্মদ সাদিক নামের এক ব্যক্তি। যদিও এবছর এই প্রতিযোগিতায় যে কটি কুমড়ো এসেছিল সেগুলির কোনওটির ওজন ৪০০ কেজির কম নয়। আমেরিকার ইউটার লেহি শহরে ১৬ বছর ধরেই হয়ে আসছে এই কুমড়ো প্রতিযোগিতা। কিন্তু আয়োজকরা মনে করতে পারেননি এর আগে এত বড় ও বেশি ওজনের কুমড়ো প্রতিযোগিতায় এসেছিল কিনা। আর দর্শকদের বক্তব্য, এত বড় কুমড়ো ফলতে পারে সেটাই না দেখলে বিশ্বাস করতাম না। মূলত চাষীদের উৎসাহিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় প্রশাসন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم