চিটফান্ডের তদন্ত ধীরগতিতে চলছিল বলে ধারণা কেন্দ্রীয় সরকারের। এ কারণে ইডি স্পেশাল ডিরেক্টর যোগেশ গুপ্তাকে দায়িত্ব থেকে সরানো হল। অনেক অভিযোগ এসেছিল CBI-র কাছে। রোজভ্যালি-সহ একাধিক তদন্ত নিয়ে অনেক অভিযোগ নিয়ে কেন্দ্রীয় এই সংস্থার মধ্যে সমস্যা চলছিল। ঢিমেতালে চলছিল তদন্তের কাজ। ২১-এর ভোটের আগে এই তদন্তে গতি আনতেই এই বদল। যোগেশ গুপ্তার জায়গায় নতুন ডিরেক্টর করা হল বিবেক ওয়াদেকরকে। ৯১-এর IRS ব্যাচের বিবেক। কোনওভাবে বর্তমান রাজ্য সরকারকে চাপে ফেলতেই এই বদল বলে ধারণা রাজনৈতিক মহলে।
إرسال تعليق
Thank You for your important feedback