ব্যর্থ মর্গান, রাহুলের লড়াই, হারল কেকেআর

 

ইয়ন মর্গ্যান ও রাহুল ত্রিপাঠীর দুর্ধর্ষ ব্যাট শেষপর্যন্ত কাজ লাগল না। ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২২ রানের মধ্যেই ৬টি উইকেট খুইয়েছিল কেকেআর মর্গান এবং এবারের আইপিএলে প্রথম খেলতে নামা রাহুল ত্রিপাঠী পাল্টা লড়াই শুরু করেন। ১৮ বলে ৪৪ রান করেন মর্গান। তাতে একটি চার ও পাঁচটি ছয়। রাহুল ত্রিপাঠীর করেন ১৬ বলে ৩৬। তিনটি চার ও তিনটি ছয়। কিন্তু কেকেআরের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ২০ ওভার শেষে নাইটরা থামল ২১০/‌৮ রানে। কলকাতা হারল ১৮ রানে। টস জিতে শনিবারও ফিল্ডিং নিয়েছিলেন দীনেশ কার্তিক। দিল্লির পৃথ্বী শ করেন ৪১ বলে ৬৬। শিখর ধাওয়ান করেন ২৬ রান। অধিনায়ক শ্রেয়স আইয়ার করেন ৩৮ বলে অপরাজিত ৮৮। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার ও ৬টি ছয়। ঋষভ পন্থের সংগ্রহ ১৭ বলে ৩৮। দিল্লি ইনিংস শেষ করে ২২৮/‌৪ রানে। কলকাতার হয়ে নেমে রান পাননি সুনীল নারিন। শুভমান গিল করেন ২৮। নীতিশ রানা ৩৫ বলে ৫৮ করেন। দিল্লির অনরিচ নর্চজে পেলেন ৩ উইকেট। হর্ষল প্যাটেল পান ২ উইকেট। এই জয়ের ফলে আরসিবিকে টপকে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে শীর্ষে চলে এল দিল্লি। আর কেকেআর নেমে গেল পাঁচ নম্বরে। দিল্লির কাছে টানা তিন ম্যাচে হারতে হল কলকাতাকে। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم