সাতমাস পর ফ্লোরে কঙ্গনা

 

 দীর্ঘ সাতমাস পর শ্যুটিং ফ্লোরে কঙ্গনা রানাউত। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক থালাইভির শ্যুটিংয়ের জন্য দক্ষিন ভারতে গিয়েছেন কুইন। দিন শুরুর আগে সকাল সকাল সেলফিও তুলেছেন তিনি। সোশাল মিডিয়ায় তা শেয়ারও করেছেন অভিনেত্রী। কঙ্গনাকে এই ছবির জন্য তামিল ভাষা ও ভারতনাট্যম শিখতে হয়েছে। জয়ললিতার ভূমিকায় কঙ্গনাকে ছাড়াও অরবিন্দ স্বামীকে দেখা যাবে এমজিআরের চরিত্রে, প্রিয়মনিকে শশীকলার চরিত্রে ও প্রকাশ রাজকে করুণানিধির চরিত্রে। ছবি মুক্তির কথা ছিল এ বছরেই কিন্তু করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যায় সবটাই।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم