সুইট অ্যান্ড কিউট স্টার কিড তৈমুর এখন আধো আধো গলায় স্প্যানিশ বলছে। কারণ অনলাইনে ক্লাস করছে তৈমুর। কাপুর পরিবারের মতুন সদস্য এখন স্প্যানিশ চর্চায় রয়েছে। তবে যেহেতু করিনা ও সইফ পতৌদি প্যলেসে বেশ কিছুদিন আগেই চলে আসেন তাই গুরগাঁওয়ের এই প্যালেসেই তৈমুরকে দেখতে চলে আসেন তার ম্যাডাম এসলিন এ জোলি। ছোট্ট ছাত্র তার ম্যাডামের কানের পাশে ফুল গুঁজে দিচ্ছে, সেই মূহুর্তের ছবি ক্যামেরাবন্দি করেছেন করিনা কাপুর খান। আর এই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গেই নেটিজেনরা জোর আলোচনা শুরু করেছেন এই নিয়ে।
إرسال تعليق
Thank You for your important feedback