দুদিন রাতের ঘুম উড়িয়ে অবশেষে খাঁচাবন্দি হল রয়্যাল বেঙ্গল

বিগত দুদিন ধরে এলাকাবাসী এবং বনদফতরের কর্মীদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিল সে। অবশেষে সকলকে স্বস্তি দিয়ে খাঁচাবন্দি হল দক্ষিণরায়ের বাহন। হাঁফ ছেড়ে বাঁচলেন দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন লাগোয়া বৈকুন্ঠপুর গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার রাতে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। বনদফতর সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের আজমলমারি ১২ নম্বর জঙ্গল থেকে হেরোভাঙ্গা নদী পেরিয়ে একটি পূর্ণবয়স্ক রয়াল বেঙ্গল টাইগার ঢুকে পড়ে কুলতলির বৈকুন্ঠপুর গ্রামে। আতঙ্কিত গ্রামবাসীরা খবর দিয়েছিল বনদফতর ও মৈপীঠ কোস্টাল থানায়।
গ্রামবাসীদের দাবি, ওই বাঘটি গ্রামের রাস্তায় হেঁটে বেড়ায়, একটি গরুকেও মারে। রাস্তার ওপরই শুয়ে বিশ্রাম করতে দেখা যায় বাঘটিকে। বনদফতর ও পুলিশ মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করে। দুদিন ধরে দিনরাত পাহারার ব্যবস্থা করে প্রশাসন। গ্রামের বেশিরভাগ এলাকায় জাল দিয়ে ঘিরে বাঘটিকে আটকানোর চেষ্টা করা হয়। মানুষের তাড়া খেয়ে বৈকন্ঠপুর গ্রাম সংলগ্ন নদী পাড়ের ম্যানগ্রোভের একটি জঙ্গলে আশ্রয় নেয় বাঘটি। সেখানেই তিনটি খাঁচা পাতেন বনদফতরের কর্মীরা। আর নদীপারে জোরালো আলোর ব্যবস্থা করে প্রশাসন। যাতে আলো দেখে গ্রামে ঢুকতে সাহস না পায় বাঘটি। অবশেষে মঙ্গলবার রাতেই সফল হয় প্রচেষ্টা। একটি খাঁচায় আটকা পড়ে পূর্ণবয়স্ক বাঘটি। তাঁকে বুধবার ফের গভীর জঙ্গলে ছেড়ে আসা হবে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم