ফিল্মের শুটিংয়ে পাঁজরে চোট পেয়েছেন আমির খান। দিল্লিতে লাল সিং চাড্ডার ফ্লোরে এই দুর্ঘটনা। তবে তাতে শুটিংয়ে কোনও বাধা পড়েনি। পেনকিলার খেয়ে আমির কাজ চালিয়ে যান। একটি অ্যাকশন দৃশ্যে অভিনয়ের সময় এই চোট লেগেছে।এর আগে একটি দৌড়ের দৃশ্য শারীরিকভাবে দারুণ কাহিল হয়ে পড়েছিলেন তিনি। কিছুদিন আগেই লাল সিং চাড্ডার নায়িকা করিনা কাপুর খান জানিয়েছেন, তাঁর অংশের অভিনয়ের শুটিং শেষ হয়েছে। করোনার পরিপ্রেক্ষিতে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই চলছে শুটিং। এই ফিল্ম টম হাঙ্কস অভিনীত হালিউডের ফরেস্ট গাম্পের রিমেক।
إرسال تعليق
Thank You for your important feedback