অধীরই মুখ্যমন্ত্রীর মুখ

 

ভোটের এখনও ৭ মাস বাকি। তবু প্রস্তুতি নিচ্ছে বাংলার রাজনৈতিক দলগুলি। তৃণমূলের মুখ মুখমন্ত্রী নিজেই, বিজেপি এখনও মুখ ঠিক করেনি কিন্তু জানিয়েছে ভোট জিতলে মুখ্যমন্ত্রী ঠিক হবে। কিন্তু অবাক করা বিষয় কংগ্রেস কোনোদিনও আগেভাগে মুখ্যমন্ত্রীর দাবিদার ঠিক করে না। এবার করছে এবং প্রচার হবে তাঁকে সামনে রেখে। তিনি রাজ্য সভাপতি অধীর চৌধুরী। ২০১৬-র মতোই এবারেও কংগ্রেস বাম-জোট হচ্ছেই। কংগ্রেসের দাবি, শুধু মুখ্যমন্ত্রীর পদ নয়, ২৯৪ আসনের মধ্যে ১৫০ আসন। বিগত লোকসভাতে এ রাজ্যে বাম তথা সিপিএম একটিও আসন পায়নি এবং যাদবপুর ছাড়া কোথাও জামানত রাখতে পারেনি অন্যদিকে খরার বাজারে কংগ্রেস দুটি আসন পেয়েছে কাজেই তাদের দাবি বেশি হবেই।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم