বাবা কা ধাবার পর কানজি বড়া বালা। দিল্লির মালব্য নগরের এক বৃদ্ধ দম্পতির খাবারের দোকানে তেমন বিক্রি না হওয়ায় কান্না ভেঙে পড়ার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়, যা দেখার পর সোনম কাপুর থেকে স্বরা ভাস্বর, রবিনা ট্যান্ডন সহ আরও অনেক বলি সেলেবরাই ওই বৃদ্ধ দম্পতির হয়ে ক্যাম্পেন করেছেন। আর এবার উত্তরপ্রদেশের কমলানগরের প্রফেসার কলোনিতে ৯০ বছরের এক বৃদ্ধের চাট স্টলের কথা সকলের মুখে মুখে ঘুরছে। বিখ্যাত ফুড ব্লগার ধানিষ্ঠা এই কানজি বড়াওয়ালার ভিডিও পোস্ট করে তাঁকে সাহায্যের কথা সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। যিনি দীর্ঘ ৪০ বছর ধরে এই জায়গায় চাট স্টল চালাচ্ছেন কিন্তু লকডাউনের জেরে মন্দা চলছে ব্যবসা, এবং দিনে মাত্র ২৫০ থেকে ৩০০ টাকা তিনি উপার্জন করতে পারছেন। তাই তাঁকে সাহায্যের আবেদন তাঁর। আর এরপরই বলি সেলেবরা যেমন পরিনীতি চোপড়া, স্বরা ভাস্বর, জিশান আয়ুব সহ আরও অনেকেই শেয়ার করেছেন এই পোস্টটি।
إرسال تعليق
Thank You for your important feedback