অভিযোগ, বিজেপি নেতার দেহ দখল নিল পুলিশ, উত্তেজনা হাসনাবাদ-হিঙ্গলগঞ্জে

এই রাজ্যে আবারও খুন হলেন এক বিজেপি নেতা। অভিযোগের তির অবশ্যই শাসকদলের দিকে। এবারের ঘটনা উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের। মঙ্গলবার ভোররাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রবীন্দ্রনাথ মণ্ডল নামে ওই বিজেপি নেতার। এরপর বেলা বাড়তেই উত্তেজনা ছড়ায় এসএসকেএম হাসপাতাল চত্বরে। ময়নাতদন্তের পর রবীন্দ্রনাথবাবুর দেহ পরিবারের হাতে না দিয়ে পুলিশই কব্জায় নিয়ে নেয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদ করতে থাকেন বিজেপি নেতা-কর্মীরা। হাসপাতাল চত্বরেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। উত্তেজনা তৈরি হলে বিশাল পুলিশবাহিনী সেখানে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও উত্তেজনা রয়েছে। বিজেপি নেতা মণীশ শুক্লার মরদেহ নিয়ে বিজেপির মিছিল আটকানোর নিয়ে কলকাতায় যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা এড়াতেই পুলিশ রবীন্দ্রনাথবাবুর দেহ কব্জায় নিয়েছে বলে অনুমান রাজনৈতিক মহলের। অপরদিকে বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে অগণতান্ত্রিক ও বর্বরোচিত বলে উল্লেখ করেছে। এদিকে বিজেপি নেতার খবরে সন্ধ্যার দিকে উত্তাল হয়ে ওঠে হাসনাবাদ। অপরদিকে রবীন্দ্রনাথ ঘোষের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টাল থানার মঙ্গলচণ্ডী গ্রামেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েক হাজার মানুষ পথ অবরোধ শুরু করেন। রাস্তার ওপর বসে পড়েই গ্রামবাসীরা দোষীদের গ্রেফতারের দাবি করতে থাকেন। দুটি এলাকায় রয়েছে বিশাল পুলিশবহিনী। স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ, বিজেপি নেতা রবীন্দ্রনাথ মণ্ডলের দেহ গ্রামে নিয়ে আসতে দিচ্ছে না পুলিশ।

  গত ১৩ অক্টোবর পতাকা খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জে। সেখানে বিজেপির একটি পথসভা হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না মেলায় ওই কর্মসূচি বাতিল হয়। অভিযোগ শাসকদলের দুষ্কৃতীরা বিজেপির পতাকা ছিঁড়ে দেয়। এরই প্রতিবাদ করেন বিজেপি কর্মীরা। যার নেতৃত্ব দিয়েছিলেন ২৩৪ নম্বর বুথের সভাপতি রবীন্দ্রনাথ মণ্ডল। অভিযোগ এরপরই বিজেপি কর্মীদের ওপর লোহার রড, বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। বিজেপির তিনজন আহত হন। এরমধ্যে রবীন্দ্রনাথবাবুর আঘাত গুরুতর হওয়ায় তাঁকে কলকাতার আরজি কর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার আরও অবনতি হলে তাঁকে পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই মঙ্গলবার ভোররাতে মৃত্যু হয় হিঙ্গলগঞ্জের এই বিজেপি নেতার।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم