যেদিন আমার সামনে ভূত আসবে, শপথ করছি সেদিন চুড়ি পরে নেব। হ্যাঁ, শেষপর্যন্ত হাতে চুড়ি, পরনে শাড়ি, কপালে বড় লাল টিপ পরে, উলুধ্বনি দিয়ে পর্দায় হাজির হলেন অক্ষয় কুমার। মানে অক্ষয় কুমারের বহুচর্চিত সিনেমা ‘লক্ষ্মী বম্ব’-এর ট্রেলার প্রকাশ হল ইউটিউবে। আর অভিনেতা নিজেই সেটা টুইটারে শেয়ার করলেন। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে হাসির মোড়কে গা ছমছমে ভুতের ছবি উপহার দিতে চলেছেন অক্ষয়। প্রেমিকার বাড়িতেই যতকাণ্ড। সেখানেই ভুতের আক্রমণ। ট্রেলারের শুরুতেই অক্ষয় বলছেন ভুত বলে কিছু হয়না, তবে ভুত যেদিন তাঁর সামনে আসবে সেদিন তিনি হাতে চুড়ি পড়ে নেবেন। সূত্রের খবর, এই ছবিতে এক হিজরের ভুত ভর করবে অক্ষয়ের শরীরে। তারপরই হাসির মোড়কে এগিয়ে যাবে ছবি। তবে ইউটিউবে ‘লক্ষ্মী বম্ব’ সিনেমার ট্রেলারে লাইক-ডিসলাইক বাটন দুটি ডিসেবেল করে রাখা হয়েছে। এর আগে অক্ষয়ের একটি ভিডিও বার্তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যার পর থেকে অক্ষয়ের ছবি বয়কটের আবেদন জানিয়ে আন্দোলন ছড়ায় সোশাল মিডিয়ায়।
Jahan kahi bhi hain, wahi ruk jaayyein aur taiyyaar ho jaayyein dekhne #LaxmmiBomb ka trailer, kyunki barasne aa rahi hai Laxmmi! #LaxmmiBombTrailer out now. #YeDiwaliLaxmmiBombWali! 💥 #FoxStarStudios #DisneyPlusHotstarMultiplex @advani_kiara @offl_Lawrence pic.twitter.com/oJM6YljkBX
— Akshay Kumar (@akshaykumar) October 9, 2020
إرسال تعليق
Thank You for your important feedback