হাতরাসে দলিত কিশোরীর গণহত্যা ও খুনের পর এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ উত্তরপ্রদেশের সব শীর্ষ কর্তাদের ডেকে পাঠিয়েছে। আদালতের বিচারপতি রাজন রায় ও বিচারপতি যশপ্রীত সিংয়ের বেঞ্চ অতিরিক্ত মুখ্যসচিব, পুলিশের ডিজি, পুলিশের অতিরিক্ত ডিজিকে ১২ অক্টোবর আদালতে তলব করেছে। ১৪ সেপ্টেম্বরের গণধর্ষণ ও খুনের ঘটনার স্বতঃপ্রণোদিত মামলা করে হাইকোর্ট হাতরসের জেলাশাসক ও সিনিয়র এসপিকেও তলব করেছে। তাঁদের সব নথিপত্র সঙ্গে আনতে বলা হয়েছে। বিশেষকরে, মাঝরাতে পরিবারের আপত্তি সত্ত্বেও কিশোরীর দেহ দাহ করায় কোর্ট অত্যন্ত ক্ষুব্ধ। তারা কিশোরীর বাবা-মাকেও আদালতে হাজির হতে বলেছে। অন্যদিকে, উত্তরপ্রদেশের পুলিশ জানিয়েছে, কিশোরীকে ধর্ষণ করা হয়নি। ফরেনসিক ল্যাবোরেটরি তেমনই রিপোর্ট দিয়েছে। গাজিয়াবাদের একদল আইনজীবী রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন। অবিলম্বের যোগী আদিত্যনাথের সরকারকে বরখাস্ত করার দাবিও জানিয়েছেন তাঁরা।
إرسال تعليق
Thank You for your important feedback