দল ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা অনুব্রতর

 

মুখ্যমন্ত্রীর ঘোষণার আগেই রামপুরহাট বিধানসভার তৃণমূল প্রার্থী হিসেবে আশিস ব্যানার্জির নাম ঘোষণা করে দিলেন অনুব্রত মণ্ডল। শনিবার তিনি রামপুরহাট কিষাণমন্ডিতে বুথ সম্মেলনেই তিনি প্রথমে আশিসবাবুর নাম ঘোষণা করলেন। শুক্রবারই তিনি আশিসবাবুকে অপদার্থ মন্ত্রী বলে প্রকাশ্যেই ধমক দিয়েছিলেন। তা নিয়ে রাজ্যজুড়েই শোরগোল পড়ে যায়। তার পরদিনই দলের তরফে কোনওরকম ঘোষণার আগেই তিনি আশিসবাবুকে প্রার্থী হিসেবে ঘোষণা করেলন প্রকাশ্যেই। তবে কি ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা, প্রশ্ন দলের অন্দরেই। তাছাড়া, তিনি কী করে দল ঘোষণার আগেই দলের প্রার্থী ঘোষণা করতে পারেন, উঠছে সে প্রশ্নও।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم