অভিনেত্রী পায়েল ঘোষকে যৌন হেনস্থার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় মুম্বই পুলিশ। সেই মত ভারসোভা থানায় পৌঁছে যান পরিচালক অনুরাগ কাশ্যপ। পরিচালকের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের ৩৭৬(১), ৩৫৪, ৩৪১, ৩৪২ ধারা অনুযায়ী মামলা রুজু করা হয় বলে জানান পায়েলের আইনজীবী। গত ১৯ শে সেপ্টেম্বর অভিনেত্রী পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সামনে আনেন। এদিকে পরিচালক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন। পায়েল অনুরাগের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মাদক সেবনের অভিযোগেও অভিযোগ দায়ের করেছেন। সোমবারই তিনি রাজ্যসভার সাংসদ রামদাস আথওয়ালের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করে বলেছিলেন, অনুরাগের বিরুদ্ধে মুখ খোলার পর থেকে তিনি প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন। তাই নিজের জন্য কেন্দ্রের থেকে নিরাপত্তারও দাবি জানিয়েছিলেন এই অভিনেত্রী।
إرسال تعليق
Thank You for your important feedback