করোনা ওয়ার্ডেই ‘ঘুঙরু টুট গ্যায়ে’ গানের তালে নাচলেন ডাক্তারবাবু, ভিডিও…

 

এবার দেখা মিলল এক ডান্সার ডাক্তারবাবুর। তিনি অসমের শিলচর মেডিক্যাল কলেজের ইএনটি সার্জেন অরূপ সেনাপতি। করোনায় আক্রান্ত রোগীদের সাময়িক স্বস্তি দিতে এবং মনোবল বাড়াতে তিনি নাচলেন পিপিই কিট পড়েই। বলিউডের ‘ওয়ার’ সিনেমার জনপ্রিয় ‘ঘুঙরু টুট গ্যায়ে’ গানের তালে তাঁর অসাধারণ নাচের ভিডিও আরেক সহকর্মী টুইটারে শেয়ার করেছেন। রোগীদের স্বস্তি দিতে পিপিই কিট, ফেস শিল্ড পরেই কোভিড ওয়ার্ডে ডাক্তারবাবুর এই নাচ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ঝড় তুলেছেন।শিলচর মেডিকেল কলেজের চিকিৎক সঈদ ফয়জন আহমেদ এই ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন। সারাদিনের পরিশ্রমের মধ্যেও এভাবে করোনা রোগীদের বিনোদন দেওয়ার কথা ভাবার জন্য ডাঃ অরূপ সেনাপতিকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। ভিডিওটি ইতিমধ্যেই ২ লাখ ৯২ হাজার ভিউ হয়েছে। ২১ হাজারের বেশি রি-টুইট হয়েছে ভিডিওটি। আর কমেন্ট পড়েছে অসংখ্য। ভিডিওয় দেখা নাচের ভঙ্গিমায় বোঝা যাচ্ছে ওই চিকিৎসক নাচেও যথেষ্ঠ পারদর্শী। তাঁর শরীরী মোচড়ে অনুশীলনের ছাপ স্পষ্ট। ফলে ডাক্তারবাবুর নাচ যেমন সকলে উপভোগ করছেন তেমনই তাঁর মানসিকতাকে কুর্ণীশ জানাচ্ছেন নেটিজেনরা। দেখুন ভিডিও….

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم