করোনা টিকায় স্বেচ্ছাসেবকের মৃত্যু, তবুও চলবে পরীক্ষা

 করোনার পরীক্ষামূলক টিকা নেওয়া এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হল। ব্রাজিলের ওই ব্যক্তিকে অ্যাস্ট্রাজেনেকা ও অক্সোফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা দেওয়া হয়েছিল। এররেই বিতর্ক তৈরি হয়ে এই দুটি টিকা ঘিরে। তবে টিকার পরীক্ষা চলবে বলেই জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্যবিভাগ। তবে মৃত ওই স্বেচ্ছাসেবককে টিকা দেওয়া হয়েছিল নাকি প্লেসবো শট দেওয়া হয়েছিল তা পরিষ্কার করা হয়নি। গোপনীয়তার জন্যই তথ্য জানানো হয়নি। অক্সোফর্ড বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ব্রাজিলের ওই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখা গিয়েছে, স্বেচ্ছাসেবকদের শারীরিক নিরাপত্তা নিয়ে কোনও উদ্বেগের কারণ নেই। তাই পরীক্ষা চলবে। একই কথা জানিয়েছে অ্যাস্ট্রাজেনেকা। গোপনীয়তার স্বার্থে তারা আর কিছু বলতে চায়নি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেবে, এপর্যন্ত ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৫২,৭৩,৯৫৪ জন, মারা গিয়েছেন ১,৫৪,৫৩৭ জন।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم