করোনার আবহে বিক্রি বাড়ল গাড়ি, বাইকের

 

পরপর দুই মাসে দেশে যাত্রীবাহী গাড়ি ও দুচাকার মোটরবাইকের বিক্রি বাড়ল। দেওয়ালির আগে বাজারের চাহিদা বাড়ায় সেপ্টেম্বরেও গাড়ি বিক্রিতে বৃদ্ধি হয়েছে। তাছাড়া, করোনার জন্য জন্য দীর্ঘদিন বন্ধ ছিল গণপরিবহণ। এখনও বন্ধ রয়েছে লোকাল ট্রেন পরিষেবা। তাই ব্যক্তিগত গাড়ি কেনার চাহিদাও বেড়েছে। গতবছরের তুলনায় মারুতি সুজুকির বৃদ্ধি হয়েছে ৩৪ শতাংশ। তারা ডিলারদের কাছে পাঠিয়েছে ১ লাখ ৪৭ হাজার গাড়ি। হুন্ডাইয়ের বিক্রি বেড়েছে ২৩.৬ শতাংশ। দেশের বাজারে বিক্রি হয়েছে ৫০,৩১৩ টি গাড়ি।

 

তবে গাড়ির রফতানি কমেছে। মাহিব্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বিক্রি করেছে ১৪,৮৬৭টি যাত্রী গাড়ি। তাদের বৃদ্ধির হার ৪ শতাংশ। দেশে ট্রাক্টর বিক্রি বেড়েছে ১৮ শতাংশ, বিক্রি হয়েছে ৪২,৩৬১টি। টয়োটা কির্লোস্কার বিক্রি করেছে ৮,১১৬টি গাড়ি। তাদের বিক্রি গতবছরের সেপ্টেম্বর থেকে হাজার দুয়েক কম। অপরদিকে মোটরসাইকেল বিক্রির হারও উর্ধ্বমুখী। হিরো মটোকর্পের বিক্রি বেড়েছে ১৬.৯ শতাংশ। ৭ লাখ ১৫ হাজারেরও বেশি গাড়ি বিক্রি হয়েছে তাদের। তারা মোটরসাইকেল ও স্কুটারের দাম ২ শতাংশ বাড়িয়ে দিয়েছে। হন্ডা মোটরসাইকেল ও স্কুটারের বিক্রি বেড়েছে ১০ শতাংশ। বিক্রি হয়েছে ৫ লাখেরও বেশি। কমেছে টিভিএস মোটরের দু চাকার বিক্রি।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم