করোনা, বৃষ্টিতে ম্লান বাংলাদেশের পুজো

শনিবার দুপুরে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে করোনা মহামারি থেকে মুক্তি এবং সবার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হল। তার সঙ্গে একইসময় এই প্রার্থনা দেশের সবকটি পূজামণ্ডপে অনুষ্ঠিত হয়েছে। এবার সারা বাংলাদেশে ৩০ হাজার ২১৩টি এবং রাজধানীতে ২৩২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। করোনার জন্য একেবারে নিরানন্দ আবহে দুর্গাপুজো হচ্ছে বাংলাদেশেও। হচ্ছে না কুমারী পুজোও। প্রতি বছর অষ্টমীর সকালে ঢাকার রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। সপ্তমী থেকে বাংলাদেশে মন্দির, প্যান্ডেলগুলোয় দেবী দর্শনের জন্য দর্শনার্থীদের ভিড় জমে প্রতি বছর। এবার তা নেই। টানা বৃষ্টির কারণে সপ্তমীর দিনের বেলা দর্শনার্থী শূন্য ছিল মণ্ডপগুলো। সন্ধ্যার পর মণ্ডপ বন্ধ করে দেওয়া হয়। দৈনিক ইত্তেফাক জানাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মন্দিরে এবার ক্যাম্পাসের বাইরের লোকজনের প্রবেশ নিষেধ। রমনা কালীমন্দির আর সিদ্ধেশ্বরী মন্দিরেও পরিবেশ একই। র‌্যাবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, পূজা মণ্ডপে অন্যান্য বছরের মতো এবারও নিরাপত্তা ব্যবস্থা ভালো। যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم