খেজুর খান শক্তি বাড়ান

 

খেজুর, একেবারে ধর্মনিরপেক্ষ ফল। শোনা যায় ইসলামিক রাষ্ট্র শুরুর পরেই এই খেজুর গাছ আসে ভারতে। আবার আরও শোনা যায় যে ১৫০০র আগেও খেজুর গাছ এ দেশে থাকলেও খাদ্য হিসাবে ভারতীয়দের পাতে খেজুর পড়েনি।| তবে এটি এসেছিল যে মধ্য প্রাচ্য থেকে তাতে কোনো সন্দেহ নেই। যখনই আসুক, অতি সুখাদ্য খেজুর কিন্তু অবশ্যই দূর্গা পুজো সহ সব পুজোতেই নৈবেদ্য হিসাবে থাকে। আবার রমজান মাসে উপবাসের পর মুসলিমরা রোজা ভাঙ্গেন খেজুর খেয়ে। করোনা আবহে নানান খাদ্যের পথ্যর কথা মুখে মুখে কিন্তু জানেন কি খেজুর যে কোনো মানুষের অভ্যন্তরীণ শক্তি বাড়ায়। যৌবন ধরে রাখার জন্য খেজুর খেয়ে থাকেন বহু মানুষ। চিকিৎসকদের মতে খেজুর বলবর্ধক খাদ্য। বহু ওষুধে খেজুর ব্যবহার করা হয়। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم