ইংরেজি নাম EGGPLANT. কোথাও একটা ডিমের সাথে সম্পর্ক ছিল কি? চিকিৎসকরা জানাচ্ছেন, ডিমের একরকম বেগুনের আরেক রকম কিন্তু দুটিরই গুণ যথেষ্ট। করোনা আবহে ওবেসিটি, উচ্চ রক্তচাপ ও সুগারের রোগীদের অবশ্যই বেগুন খাওয়া উচিত। কারণ
১) লো ক্যালোরি
২) ভিটামিন C
৩) কপার ও ম্যাগনেসিয়াম
৪) মিনারেলস
৫) ভিটামিন B-৬
বেগুনে জ্বর কমাতে সাহায্য করে। চোখ ও ওজন সঠিক রাখে। COPD ঠিক রাখে। তবে রান্না করা তরকারিতে বেগুন খাওয়া সবথেকে ভালো | বেগুন ভাজাও খাওয়া যায়, তবে খানিক গুণ কমে যায়। এপার বাংলার মানুষ গোটা সেদ্ধতে বেগুন সেদ্ধ করে খান, সেটা খুবই ভালো বলেছেন চিকিৎসা মহল।
إرسال تعليق
Thank You for your important feedback