মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে জো বাইডেনের জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এনবিসি নিউজ ও ওয়ালস্ট্রিট জার্নালের সর্বশেষ সমীক্ষায় দেখা যাচ্ছে. ৩ নভেম্বরের নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর মধ্যে বাইডেন এখন সারা দেশে ১৪ পয়েন্টে এগিয়ে। গত ২৯ সেপ্টেম্বর প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নেন রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প ও ডেমোক্রেটিক দলের বাইডেন। অত্যন্ত বিশৃঙ্খলাপূর্ণ ওই বিতর্কের মাত্র দুই দিনের মাথায় এই জরিপ চালানো হয়। ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে করা এই সমীক্ষায় দেখা যাচ্ছে, জো বাইডেনকে সমর্থন করেছেন ৫৩ শতাংশ ভোটার। অন্যদিকে ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন ৩৯ শতাংশ। আগের জরিপে ট্রাম্পের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে ছিলেন বাইডেন। এবার সেই পয়েন্ট বেড়ে হয়েছে ১৩। জুলাইয়ে বাইডেন ১১ পয়েন্টে এগিয়েছিলেন। সমীক্ষায় দেখা যাচ্ছে, ট্রাম্পের জনপ্রিয়তা সবচেয়ে বেশি কমেছে প্রবীণ নাগরিক ও শহরতলির মহিলাদের মধ্যে। প্রবীণ নাগরিকদের মধ্যে ৬২ শতাংশ এখন বাইডেনের সমর্থক। ট্রাম্পকে সমর্থন করেন ৩৫ শতাংশ। শহরতলির মহিলাদের ক্ষেত্রে এই সমর্থন যথাক্রমে ৫৮ ও ৩৩ শতাংশ।
إرسال تعليق
Thank You for your important feedback