শাহরুখের কলকাতা নাইট রাইডার্সকে ৮৪ রানে হারিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এল বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৯৫ রান তাড়া করে শারজায় দলকে লজ্জায় ফেলেছেন কেকেআরের ব্যাটসম্যানরা। পুরো ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেটে ১১২ রানের বেশি জোটাতে পারেনি দুইবারের চ্যাম্পিয়নরা। ফলে ৮৪ রানের বড় জয় নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে ওঠে এসেছে বেঙ্গালুরু। কলকাতার ব্যাটসম্যানদের মধ্যে এক শুভমান গিল ছাড়া কেউ কুড়ির ঘরও ছুঁতে পারেননি। এই ওপেনার ২৫ বলে করেন ৩৪ রান। এছাড়া আন্দ্রে রাসেল ১০ বলে ১৬ আর রাহুল ত্রিপাঠি ১৬ রান করেছেন। বেঙ্গালুরুর পক্ষে ২টি করে উইকেট নেন ক্রিস মরিস আর ওয়াশিংটন সুন্দর। ব্যাট হাতে সবচেয়ে বিধ্বংসী ছিলেন ডি ভিলিয়ার্স। তাঁর তাণ্ডবেই ২ উইকেটে ১৯৪ রানের বড় টার্গেট দাঁড় করায় বেঙ্গালুরু। ডি ভিলিয়ার্স সঙ্গী হিসেবে বিরাট কোহলিকে নিয়ে ৪৬ বলে ১০০ রানের জুটি গড়েন তাঁরা।
إرسال تعليق
Thank You for your important feedback