বিহারে প্রথম দফায় ৩৭৫ কোটিপতি, ৩২৮ প্রার্থী দাগি

 

এবারের বিহার বিধানসভার নির্বাচনের প্রথম পর্যায়ে মনোনয়ন জমা করেছেন ৩২৮ জন কোটিপতি। যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন তাঁদের মধ্যে ৩২৮ জনের বিরুদ্ধে নানারকম মামলা রয়েছে। অ্যাসোসিয়েশন উপ জেমোক্রাটিক রাইটস ১০৬৬ জন প্রার্থীর মধ্যে ১০৬৪ জনের নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামা যাচাই করে এই তথ্য জানিয়েছে। তারা বলেছে, প্রথম পর্বের ২৪৪ জনের বিরুদ্ধে রয়েছে মারধোর, খুন, অপহরণ, ধর্ষণ সংক্রান্ত গুরুতর অপরাধের অভিযোগ। লালুপ্রসাদের রাষ্ট্রীয় জনতা দলের প্রার্থীদের মধ্যেই রয়েছেন সবথেকে বেশি দাগি প্রার্থী। তারপরই বিজেপি। আরজেডির এমন প্রার্থী ৩০ ও বিজেপির ২১। কংগ্রেসের ১২, লোকজনশক্তির ২৪ জন প্রার্থীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে। গুরুতর অপরাধের অভিযোগ আরজেডির ২২, বিজেপির ১৩, কংগ্রেসের ৯, নীতীশকুমারের জেডি (ইউ)-এর ১০ জন প্রার্থীর বিরুদ্ধে। ২৯ জনের বিরুদ্ধে রয়েছে মহিলা সংক্রান্ত অপরাধের মামলা। ৩ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। প্রথম দফার প্রার্থীদের ৩৭৫ জন কোটিপতি। ৯৩ জনের সম্পত্তি ৫ কোটি বা তারও বেশি। ২ থেকে ৫ কোটির সম্পত্তি রয়েছে ১২৩ জনের। প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ১ কোটি ৯৯ লাখ টাকা। কোটিপতি প্রার্থীদের বেশি আরজেডিতে, ৪১ জন। তারপরই জেডি (ইউ) আর বিজেপি। বিহারে প্রথম দফার ভোটগ্রহণ ৩ নভেম্বর।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم