বায়োটেকের টিকা আসছে আগামী মার্চে

ভারত বায়োটেক-আইসিএমআরের করোনা টিকা কোভ্যাক্সিন আগামী বছরের জুনে বাজারে আসবে। হায়দরাবাদের এই সংস্থা তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য অনুমতি পেয়েছে। শেষ পর্বের এই পরীক্ষার জন্য ২৬ হাজার স্বেচ্ছাসেবকের নাম নথিভুক্ত করা হচ্ছে। দেশের ৩০টি কেন্দ্রে এই পরীক্ষা চলবে। তবে সরকার চাইলে মার্চের আগেও টিকা বাজারে আসতে পারে বলে জানিয়েছেন ভারত বায়োটেকের এক্সিকিউটিভ ডিরেকটর সাই প্রসাদ।আগের দুটি পর্বের পরীক্ষার ফল ভালোই বলে জানানো হয়েছে। স্বেচ্ছাসেবকদের ৯০ ভাগের দেহেই এই টিকা অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। এছাড়াও ভারতের জাইডাস ক্যাডিলা, সিরাম ইন্সটিটিউট অ্যাস্ট্রাজেনেকা, নোভাভক্স আর কোডাজেনিক্স নিজেদের টিকা তৈরির নানা পর্যায়ে রয়েছে। শীঘ্রই সিরাম শেষ পর্যায়ের পরীক্ষার কাজ শুরু করতে চলেছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم