প্রচারে নিজেদের শক্তি বাড়াচ্ছে বিজেপি

রাত পোহালেই বিহারে প্রথম দফার ভোট। ওই ৭১ কেন্দ্র ছেড়ে বাকি এলাকায় প্রচার বাড়াচ্ছে বিজেপি। যদিও বিজেপি একা নয়, এনডিএ জোট। কিন্তু যে যে এলাকায় বিজেপি প্রার্থী দাঁড়াচ্ছে সেই সমস্ত এলাকায় প্রবল প্রচার তাদের। প্রশ্ন উঠেছে, তাদের জোটে সঙ্গী সম্মিলিত জনতা দলের কী হল? বিজেপির পোস্টারে নরেন্দ্র মোদির ছবি এবং চার দলের প্রতীক থাকলেও নীতিশ কুমারের ছবি নেই তাতে। যে বার্তা ঘুরছে তার দুটি কারণ পাওয়া যাচ্ছে। প্রথমত, নীতীশের জনপ্রিয়তা অনেকটাই কমেছে, এমনকি তাঁকে জনসভায় বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে, জুতো ছুঁড়ে মারা হচ্ছে। সেখানে মোদির প্রচার বা ছবি অনেকটাই কাজ দেবে বলে ধারণা বিহার বিজেপির। দ্বিতীয়ত বিজেপির একটা অংশ চাইছে, নীতীশের অনেক দিন ক্ষমতার অলিন্দে থাকা হল। এবার বিজেপির সুশীল মোদি মুখ্যমন্ত্রী হন। যদিও সুশীলের বক্তব্য, নীতীশই আমাদের মুখ্যমন্ত্রীর মুখ। শেষপর্যন্ত কী হয় ১০ নভেম্বর অবধি অপেক্ষায় দেশবাসী। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم