আবারও এক বিজেপি নেতা আক্রান্ত হলেন রাজ্যে। এবার ডায়মন্ডহারবারে যাওয়ার পথে আক্রান্ত হলেন রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। মঙ্গলবার দুপুরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের এক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দফতরের সামনেই বিক্ষোভ কর্মসূচি ছিল দিলীপ ঘোষের। মোহনপুর এলাকার কাছেই আচমকা তাঁর গাড়ি ঘিরে ধরে হামলা চালায় একদল দুষ্কৃতী। শমীকবাবুর অভিযোগ, তাঁর মোবাইল ফোন ও টাকাপয়সার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। এরপরই তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উমেশ দাসের অভিযোগ, ‘শমীকবাবু কর্মসূচিতে যোগ দিতে আসছিলেন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়ি ঘিরে ধরে মারধর করেন, মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। পুলিশ-প্রশাসন নির্বিকার, পুলিশ সুপার ফোন ধরছেন না’।
তবে এই হামলার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাঁদের দাবি, ‘বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তৃণমূলের কোনও কর্মী, সমর্থক এই হামলার সঙ্গে জড়িত নয়। প্রচার পাওয়ার জন্য তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত’। তবে এদিন হামলার ঘটনায় শমীক ভট্টাচার্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়কের দাবি, পুলিশ কোনও আহতকেই হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেনি। আমরা নিজেরাই তাঁদের হাসপাতালে পাঠাই। আমিও আহত হয়েছি। উল্লেখ্য, মণীশ শুক্লা খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক বিজেপি নেতার ওপর হামলা হল।
إرسال تعليق
Thank You for your important feedback