৩৪ বছরের বাম শাসনে তাঁরা পুজোপার্বনে বিশ্বাসী ছিলেন না কিন্তু বাঙালির মূল উৎসবে তারা নিজেদের ব্রাত্যও রাখতেন না। বামেরা বিশেষ করে সিপিএম পুজোমণ্ডপের বাইরে বইয়ের স্টল দিতেন। দর্শনাথীরা একবার হয়তো ঘুরে যেত স্টলের পাশ দিয়ে। আসলে বই বিক্রি নয় জনসংযোগই লক্ষ্য ছিল বামেদের। একই সাথে নজরদারিও থাকত পুজোয়। এবার ওই পাথেই যাচ্ছে বিজেপি। তারা বিভিন্ন পুজোর অদূরে পার্টির স্টল দেবে বলে ঠিক হয়েছে। গেরুয়া বাহিনী চাইছে জনসংযোগ বাড়াতে । তারাও হয়তো নানা বই বিক্রি করতে পারে এবং জানা গেছে তারা দলের সদস্য বাড়াতে চাইছেন। তাদের টার্গেট ৩ কোটি সদস্য। একই সাথে দর্শনার্থীদের তারা মোদির বার্তার একটি কাগজও দেবেন।
إرسال تعليق
Thank You for your important feedback