আনলক-৫ পর্বের শুরুতেই দেশে সিনেমা হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। এবার দিনক্ষণ জানানো হল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী ১৫ অক্টোবর থেকে খুলছে সিনেমা হল। সাধারণত উৎসবের সময়ে নতুন ছবি রিলিজ করার টার্গেট নেয় প্রযোজকরা। ভারতের অন্য প্রান্তেও এই সময়ে নতুন ছবি সিনেমা হলে আসে, যদিও তাঁদের লক্ষ্য দীপাবলি। কিন্তু করোনা আবহে সব কিছুই উলোট পালট হয়ে গেছে। ৬ মাসের ওপর বন্ধ রয়েছে সিনেমা হল ও মাল্টিপ্লেক্স।
এমনিতেই দেশের বিভিন্ন প্রান্তেই সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলি প্রায় ধুঁকছিল। লকডাউনের জেরে পুরোপুরি ধ্বংস হয়ে যেতে বসেছে। কিন্তু অক্টোবর থেকে ফের হল চালুর নির্দেশিকায় আশার আলো দেখছেন হল মালিকরা। কারণ এই মুহূর্তে প্রচুর ছবি জমা হয়ে রয়েছে ৬ মাস ধরে। আর দর্শকরাও মুখিয়ে রয়েছেন হলে গিয়ে তাঁদের প্রিয় তারকার ছবি দেখার। এরমধ্যেও তাঁদের চিন্তা ৫০ শতাংশ আসন খালি রেখে হল খুলতে হবে। তাতে টিকিটের দাম বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন সংশ্লীষ্ট মহল। লোকসান এড়াতে কিটের দাম ৩০০টাকা থেকে ৫০০ টাকায় ধার্য করা দরকার। কিন্তু এখন মানুষের পকেটে টাকা কোথায়? টালিগঞ্জ অঞ্চলের এক হল মালিক জানালেন, অনলাইন ছাড়া উপায়ে নেই, লাইনে টিকেট দেওয়ার প্রশ্নই নেই| দক্ষিণ কলকাতার এক পুরোনো হল মালিক বলছেন, সে রকম ছবি না হলে হল খুলবোই না। সিনেমাপ্রেমী হতে গেলে করোনা আবহে পকেটে টাকা চাই, টাকা যে নেই।
إرسال تعليق
Thank You for your important feedback