করোনা আবহে দৈনন্দিন জিনিসপত্রের বিক্রি কমছে তো পুজোর বাজার? কিন্তু মূল্যবৃদ্ধিতে শাড়ি, জামাকাপড় মোটেই কিনবে না, এমন মধ্যবিত্ত আছে নাকি? হয়তো কম তবু বিক্রি হচ্ছে। তরুণ প্রজন্মের কাছে নতুন প্যান্ট বা জামার স্টাইল অবশ্য এবারে প্রায় নেই। হবেই বা কী করে? সাধারণত সিনেমার নায়কনায়িকাদের পোশাক থেকেই রকমটা আসে বাজারে। কিন্তু ৭ মাস ধরে সিনেমা বন্ধ। ফলে নতুন ড্রেস কাটিং পাওয়া যাচ্ছে না। শাড়ি বা পাঞ্জাবির ডিমান্ড থাকেই। অষ্টমীর অঞ্জলিতে ও দুটোই দরকার আজকের যুবা মহলে। অন্যদিকে একটু প্রবীণ বা প্রবীণাদের শাড়ি পাঞ্জাবির কেনাকাটি রয়েছে। তবে এবার বাজারে ভিড় কমিয়ে অনলাইন অর্ডারেই বিক্রি হচ্ছে বেশি। এক বস্ত্র ব্যবসায়ী জানলেন, সময়ের সাথে তাল মিলিয়েই চলতে হবে।
إرسال تعليق
Thank You for your important feedback