ফের সোনুর সহযোগিতা

 

করোনা আবহে আম জনতার পাশে দাঁড়াবার জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সোনু সুদ, কিন্তু ওসব নিয়ে মাথা খারাপ করার বান্দা তিনি নন। সম্প্রতি চণ্ডীগড়ের সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের তিনি মোবাইল ফোন কিনে দিয়েছেন যাতে তারা অনলাইন ক্লাস করতে পারে কিন্তু প্রত্যান্ত গ্রামে টাওয়ার কোথায়? এরপর এক ছাত্র গাছে উঠে মোবাইলের টাওয়ার ধরার চেষ্টা করে, সে ছবি ভাইরাল হয় সোশ্যাল নেটে। সে খবর পেয়ে সোনু তার দেশের বন্ধু করণকে যোগাযোগ করে যেখানে যেখানে টাওয়ারের সমস্যা সেখানে টাওয়ার লাগানোর ব্যবস্থা করেন। সোনু বলেন,বাচ্চারা জাতির ভবিষ্যত। এদের সঠিক শিক্ষা দরকার। ফের সোশ্যাল নেটে ভাইরাল, সোনু তুসি গ্রেট হো। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم