সরকারি মাদ্রাসা বন্ধের পথে অসম সরকার

কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া চলবেনা বলেই মনে করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি জানিয়েছেন, শিক্ষার নানান দিক আছে, সেগুলোর দিকে ধ্যান দেওয়া উচিত। কংগ্রেস থেকে বিজেপিতে আসা হিমন্তকে এলাকার চাণক্য বলে ডাকা হয়। শুধু অসম নয়, ত্রিপুরাতেও বিজেপি রাজ আনার অন্যতম কারিগর তিনি। এবার অসমের সমস্ত সরকারি মাদ্রাসাকে সাধারণ বিদ্যালয়ে পরিনত করার সিদ্ধান্ত নিলেন তিনি। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন, এই রাজ্যের সমস্ত সরকারি মাদ্রাসা আর থাকবে না, এগুলিকে সাধারণ স্কুলে রূপান্তরিত করা হবে।


তিনি আরও জানান ‘আমরা মাদ্রাসা বোর্ড ভেঙে দেব। সাধারণ স্কুল এবং মাদ্রাসার মধ্যে অনুদানের সমতা রাখার নোটিশ তুলে নেওয়া হবে’। সেইসঙ্গে অবশ্য সরকারি অনুদানের সংস্কৃত টোলগুলিও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। যদিও রাজ্যে সংস্কৃত টোল আদৌ আছে কিনা তা নিয়ে কিছু বলেননি অসমের মুখ্যমন্ত্রী। পাশাপাশি বেসরকারি মাদ্রাসা বন্ধ করার কোনও পরিকল্পনা নেই কিন্তু নিয়ন্ত্রণ আনা হবে বলে জানান হিমন্ত। উল্লেখ্য, কয়েকদিন আগেই তিনি জানিয়েছিলেন, জনগণের অর্থে কোনও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم