রবিবার ফুলবাগান মেট্রোর উদ্বোধন করলেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। সোমবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা। উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, কলকাতার একপ্রান্তের সঙ্গে আরেক প্রান্ত জুড়বে এই মেট্রো। ২০২১-এর ডিসেম্বরের আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে বলে আশাপ্রকাশ করেন তিনি। তাঁর দাবি, ফুলবাগান মেট্রো প্রকল্প ত্বরান্বিত হয়েছে প্রধানমন্ত্রীর জন্যই। দিল্লি থেকে অনলাইনে অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভারপ্রাপ্ত) ও দেবশ্রী চৌধুরী। অন্যদিকে কলকাতায় ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত, মুকুল রায়। কলকাতায় প্রদীপ প্রজ্জ্বলন করেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। ছিলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষও। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোয় এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। আমন্ত্রণ পেয়েও যাননি স্থানীয় বিধায়ক পরেশ পাল ও সাধন পান্ডে। যাননি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এখন ফুলবাগান থেকে মাত্র ১৬ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে সেক্টর ফাইভ, আগে যা প্রায় ১ ঘণ্টার কাছাকাছি সময় লাগত। খরচ হবে মাত্র ২০ টাকা। সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মেট্রো লাইন ছিল মাটির উপরে। কিন্তু স্টেডিয়াম থেকেই ট্রেন প্রথম সুড়ঙ্গে ঢুকছে এই ফুলবাগান স্টেশনে। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চার কিলোমিটার দূরত্বে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সূচনা করেছিলেন রেলমন্ত্রী।
إرسال تعليق
Thank You for your important feedback