চ্যাম্পিয়ন্স লিগের ‘গ্রুপ অফ ডেথে’ বার্সা-জুভেন্তাস

 

আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। আর ড্র সম্পন্ন হতেই জানা গেল ২০২০-২১ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুতেই ফুটবলপ্রেমীরা দেখবেন মেসি-রোনাল্ডো দৈরথ। এবারের লিগে গ্রুপ অফ ডেথ হল গ্রুপ-জি (G Group)। এই গ্রুপে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাস, মেসির বার্সেলোনা। এছাড়াও রয়েছে ‘আন্ডারডগ’ ডায়নামো কিয়েভ এবং ফেরেনভারোস। বৃহস্পতিবার রাতে সুইৎজারল্যান্ডে অনলাইনেই হল চ্যাম্পিয়ন্স লিগের ড্র। গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ রয়েছে গ্রুপ এ-তে। জিদানের রিয়েল মাদ্রিদ খেলবে গ্রুপ বি-তে। এই গ্রুপেই রয়েছে ইন্টার মিলান। ফলে এই গ্রুপও জমে যাবে। পোর্তো ও ম্যাঞ্চেস্টার সিটি রয়েছে গ্রুপ সি-তে। আবার গ্রুপ এইচ এবারে সবচেয়ে কঠিন বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। কারণ এই গ্রুপের চারটি দলই শক্তিশালী। সেখানে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, প্যারিস সঁ জার্মা ও আরবি লিপজিগ। সবমিলিয়ে করোনা আতঙ্ক কাটিয়ে ফের মাঠমুখী হবেন ফুটবলপ্রেমীরা।

দেখে নিন চ্যাম্পিয়ন্স লিগের পূর্ণাঙ্গ ড্র…

গ্রুপ-এ
বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ, আরবি সালসবুর্গ, লোকোমোটিভ মস্কোভা।
গ্রুপ-বি
রিয়েল মাদ্রিদ, ইন্টার মিলান, শাখতার দোনেস্ক, মনশেনগ্ল্যাডব্যাক।
গ্রুপ-সি
এফসি পোর্তো, ম্যাঞ্চেস্টার সিটি, অলিম্পিয়াকোস, মার্সেই।
গ্রুপ-ডি
লিভারপুল, আয়াক্স আমস্টারডাম, আটলান্টা, মিডজিল্যান্ড।
গ্রুপ-ই
চেলসি, সেভিয়া, ক্রাস্নোডার, রেনে।
গ্রুপ-এফ
বরুসিয়া ডর্টমুন্ড, লাজিও, ক্লাব ব্রুগ, জেনিট সেন্ট পিটার্সবার্গ।
গ্রুপ-জি
বার্সেলোনা, জুভেন্টাস, ডায়নামো কিয়েভ, ফেরেনভারোস।
গ্রুপ-এইচ
প্যারিস সঁ জার্মা, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, আরবি লিপজিগ, ইস্তানবুল বাসাকসেহির।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم