করোনা আবহেই দেশজুড়ে উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু করোনায় মৃত্যু কিছুতেই ঠেকানো যাচ্ছে না। যদিও দৈনিক সংক্রমণের হার অনেকটাই কমেছে। বেড়েছে সুস্থতার হারও। কিন্তু দৈনিক মৃ্ত্যুর সংখ্যা গত ২৪ ঘন্টায় ফের বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে ১,০৩৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১ লাখ ১৪ হাজার ৩১ জন। উল্লেখ্য বিগত দুই সপ্তাহ মৃতের সংখ্যা হাজারের নীচে ছিল। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬১,৮৭১ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ লাখ ৯৪ হাজার ৫৫১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ৯ লক্ষ ৭০ হাজার ১৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে। তবে সুস্থতার হার ভালো (৮৮.০৩ শতাংশ) থাকায় বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭ লাখ ৮৩ হাজার ৩১১ জন। গত ৪ অক্টোবর থেকে দৈনিক সক্রিয় রোগীর সংখ্যা ক্রমেই কমছে।
إرسال تعليق
Thank You for your important feedback