হাতরাসে দলিত কিশোরীকে গণধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে আন্দোলনের পিছনে রয়েছে 'আন্তর্জাতিক চক্রান্ত।' যোগী আদিত্যনাথের সরকারকে বদনাম করার জন্য জাতপাত ও ধর্মীয় ভিত্তিতে দাঙ্গা বাঁধানোর চক্রান্ত হয়েছে। উত্তরপ্রদেশের পুলিশ হাতরাস থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে দায়ের করা নতুন এফআইআরে এমনই জানিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, তারা দেশদ্রোহ সহ নানারকম কঠোর আইনের ধারায় অভিযোগ এনেছে। এই এফআইআরে যুক্ত করা হয়েছে 'জাস্টিস ফর হাতরাস ভিক্টিম' নামে একটি ওয়েবসাইটকে। এই সাইটটি এখন বন্ধ। তাতে কীভাবে দাঙ্গার সময় পুলিশেরকাঁদানে গ্যাসের হাত থেকে নিজেদের নিরাপদ রাখা যায়, তার বর্ণনা করা হয়েছে। ওই এফআইআরে জুড়ে দেওয়া হয়েছে আইটি আইনের ধারাও। এর আগে যোগী আদিত্যনাথ নিজেও বিজেপি কর্মীদের তাঁর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছিলেন।
إرسال تعليق
Thank You for your important feedback