নেহা কক্করের বিয়ে নিয়ে ফের গুঞ্জন বলিউডে। রোহনপ্রীত সিংয়ের বিবাহবন্ধনে আবদ্ধে হতে চলেছেন এই গায়িকা। সূত্রের খবর অক্টোবরেই নাকি বিয়ে করতে চলেছেন নেহা। তাঁর দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীতকেই জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন নেহা কক্কর। ২০১৮ সালে অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে বিচ্ছেদের পর বেশ ভেঙে পড়েছিলেন তিনি।
নেহার বিয়ের খবর শুনে তাঁর প্রাক্তন প্রেমিকও খুশি, নেহা যদি সত্যি বিয়ে করে, আমি খুশি হব। সে তাঁর জীবন এগিয়ে নিচ্ছে, তাঁর কেউ একজন আছে এটা দেখে ভাল লাগছে। বলেছেন তার হিমাংশু কোহলি। তবে এর আগে উদিত নারায়নের ছেলে আদিত্যনারায়ণের সঙ্গে তাঁর বিয়ের খবর পুরো ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে গিয়েছিল। তবে শেষপর্যন্ত তারা দুজনেই জানান, তাঁরা শুধুমাত্র ভালো বন্ধু ছাড়া আর কিছু নন। তবে এবার বিয়ের খবর সত্যি নাকি গুঞ্জন তা নিয়ে নেহা বা রোহনপ্রীত কেউই মুখ খেলেননি।
إرسال تعليق
Thank You for your important feedback