কেমন আছেন ট্রাম্প, পরস্পরবিরোধী বয়ানে বিভ্রান্তি

 

কেমন আছেন ডোনাল্ড ট্রাম্প? করোনায় আক্রান্ত হয়ে তিনি এখন ওয়াশিংটনের বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি হাসপাতালে ভর্তি। ডাক্তাররা বলছেন, প্রেসিডেন্টের শারীরিক অবস্থা এখনও বিপন্মুক্ত নয়। তাঁরা সতর্ক রয়েছেন। শনিবার রাতে নৌবাহিনীর কম্যান্ডার সন কনলে জানিয়েছিলেন, সকালে ট্রাম্প তাঁর নিজের কাজকর্ম করেছেন। তারঁ টেবিলে বসে কাজ করার ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে সরকারিভাবে। তাতে ট্রাম্প বলছেন, তিনি এখন সুস্থ বোধ করছেন। তাঁর কয়েক মিনিট পরেই হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ মার্ক মেডোস বলেছেন, গত ২৪ ঘণ্টা ট্রাম্পের অবস্থা খুবই উদ্বেজনক ছিল। আগামী ৪৮ ঘণ্টাও বেশ সঙ্কটজনক। তাঁর দেহে অক্সিজেন স্তর দ্রুত কমে যাচ্ছিল। তবে তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে কিনা তা হোয়াইট হাউস জানায়নি। তারা বলেছে, এখনও সুস্থতার পথে নন প্রেসিডেন্ট। পরস্পরবিরোধী এইসব বক্তব্যে বিভ্রান্ত মার্কিন নাগরিকরা। অন্যদিকে, চ্রাম্পের প্রচার টিম জানাচ্ছে, শুক্রবার দুইবার করোনা নেগেটিভ হয়েছেন ট্রাম্প। অন্যদিকে, ট্রাম্পের টিমের কয়েকজনও করোনা পজিটিভ। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم